Islamic Software ‘Maktaba Shamila’ Full Free Download (মাকতাবা শামিলা)
☑ Latest Version: Maktaba Shamila
☑ Requirements: Windows XP / Vista / Windows 7 / Windows 8 / Windows 10
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি, ওয়া বার-কাতুহ্ । – السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
” প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না “
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মাকতাবা শামিলা কী?
মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া-সহায়তা সংস্থা আল-মাকতাব আত-তাআউনী লিদ-দাওয়া বির-রওযার স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে মুক্ত, সহজলভ্য ও সুবিধাপূর্ণ একটি গ্রন্থগার সফটওয়্যার। গবেষক ও জ্ঞানান্বেষণেচ্ছুদের জন্য ইসলামি জ্ঞান-সম্পদকে সার্বজনীনভাবে উন্মুক্ত করে দেওয়াই এই গ্রন্থগারের উদ্দেশ্য। তবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতাদর্শ-পরিপন্থী কোনো ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদিত নয়।
বৈশিষ্ট্য – মাকতাবা শামিলা
- এটি সহজলভ্য ও বিনামূল্যে পাওয়া যায়,
- এটি মুক্ত, ব্যবহারকারীর জন্য সম্পাদনা উপযোগী এবং সবধরনের টেক্স ফাইল গ্রহণ করে।
- উন্নত সার্চ-সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব।
- এতে আছে কুরআন, তাফসীর, হাদীস, শুরুহুল হাদীস (হাদীসের ব্যাখ্যা), ফিকহ, উসূলে ফিকহ, ফাতাওয়া, উলূমুল হাদীস, ইতিহাস, ভূগোল, জীবনীসহ প্রায় সকল প্রামাণ্য গ্রন্থ।
অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড (সাইজ: ২ জিবি) – (ISO File)
টরেন্ট ডাউনলোড
- টরেন্ট ব্যবহারকারীদের জন্য ডাউনলোড লিংক,
ডাউনলোড (একক ফাইল)
- quran.tv সাইট থেকে [ডাউনলোড],
- আর্কাইভ সাইট থেকে [ডাউনলোড],
- Google drive থেকে [ডাউনলোড],
- শামিলা অফিসিয়াল সাইট থেখে [ডাউনলোড],
ডাউনলোড (খণ্ড ফাইল)
- quran.tv সাইট থেকে [১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৩],
সফটওয়্যার সংস্করণ (কিতাববিহীন) ডাউনলোড (সাইজ: ২০ এমবি)
মাকতাবা শামিলা এর ফন্ট সমস্যার সমাধান ঃ ( পিসিতে আরবী ফন্ট দেখতে সমস্যা হলে -)
১। প্রথমে Computer এর Start মেনু থেকে Control Panel এ ক্লিক করুন।
২। Region and Language ট্যাবে ক্লিক করুন। নিচের মত একটা উইন্ডো Open হবে।
৩। এই উইন্ডো এর administrative Tab এ ক্লিক করুন। তারপর Change System Locale এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো Open হবে।
৪। এখান থেকে current System Locale টা Arabic (Saudi Arabia) করে দিন এবং OK তে ক্লিক করুন।
৫। আবার OK তে ক্লিক করুন। আবার আপনার PC রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট হয়ে গেলে ইনশাহআল্লাহ ফন্ট এর এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং নিচের মত দেখাবে।
‘আপনিও হোন ইসলামের প্রচারক’
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। “কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা” [সহীহ্ মুসলিম: ২৬৭৪]